প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বীজবপন হয় কত সালে?
উ: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে।
প্রশ্ন: স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উ: কায়দে আযম মুহম্মদ আলী জিন্নাহ।
প্রশ্ন: পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
উ: ইস্কান্দার মির্জা।
প্রশ্ন: পাকিস্তানের প্রথম সামরিক আইনের প্রধান প্রশাসক কে নিযুক্ত হন?
উ: জেনারেল মুহাম্মদ আইয়ুব খান।
প্রশ্ন: পাকিস্তানের ২য় সামরিক আইন জারি হয় কবে?
উ: ২৫ মার্চ, ১৯৬৯ সালে।
প্রশ্ন: পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে?
উ: করাচিতে।
প্রশ্ন: যুক্তফ্রন্ট পূর্ব বাংলার গণমানুষের আশা- আকাঙ্ক্ষা প্রতিফলিত করার জন্য কত দফাতিত্তিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করে?
উ: ২১ দফা।
প্রশ্ন: যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করে কবে?
উ: ৩ এপ্রিল, ১৯৫৪ সালে।
প্রশ্ন: কার নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকার গঠন করে?
উ: শেরে বাংলা এ. কে. ফজলুল হকের।
প্রশ্ন: শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন কবে?
উ: ১ মার্চ, ১৯৬৬ সালে।
প্রশ্ন: পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কবে গণপরিষদে গৃহীত হয়?
উ: ২৯ ফেব্রুয়ারি, ১৯৫৬।
প্রশ্ন: পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্র কে কবে ঘোষণা করেন?
উ: আইয়ুব খান, ১৯৬২ সালে।
প্রশ্ন: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কবে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে?
উ: ১৯ মার্চ, ১৯৭১।
প্রশ্ন: ৬ মার্চ, ১৯৭১ এর ঘোষণানুযায়ী জাতীয় পরিষদের অধিবেশন কবে বসার কথা?
উ: ২৪ মার্চ, ১৯৭১।
প্রশ্ন: জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের স্থান ও তারিখ কবে, কোথায় হবে বলে ঘোষণা করা হয়?
উ: ঢাকায়, ৩ মার্চ, ১৯৭১।
প্রশ্ন: ১৯৭০ এর নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টি জাতীয় পরিষদের কতটি আসন পায়?
উ: ৮৮টি।
প্রশ্ন: নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা পাকিস্তানের সংবিধান রচনার লক্ষ্যে 'Legal frame work order' বা 'আইনগত কাঠামো আদেশ' কবে জারি হয়?
উ: ৩০ মার্চ, ১৯৭০।
প্রশ্ন: 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' কবে গঠিত হয়?
উ: ৩০ জানুয়ারি, ১৯৫২ সালে।
প্রশ্ন: 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' গ্রন্থের লেখক কে?
উ: ড. মুহম্মদ শহীদুল্লাহ।
প্রশ্ন: উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম কবে, কোথায় গৃহীত হয়?
উ: ডিসেম্বর ১৯৪৭ সালে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে।
প্রশ্ন: অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে?
উ: এ. কে. ফজলুল হক।
প্রশ্ন: বাংলাদেশ কতকাল পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল?
উ: ২৪ বছর।
প্রশ্ন: পাকিস্তানের প্রথম সামরিক আইন কে জারি করেন?
উ: ইস্কান্দার মির্জা।
প্রশ্ন: আইয়ুব খান কবে ইস্কান্দার মির্জার স্থলাভিষিক্ত হন?
উ: ২৭ অক্টোবর, ১৯৫৮।
প্রশ্ন: পাকিস্তানের দ্বিতীয় সামরিক আইন কে জারি করেন?
উ: আগা মোহাম্মদ ইয়াহিয়া খান।
প্রশ্ন: পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে?
উ: ২৩ ফেব্রুয়ারি, ১৯৪৮।
প্রশ্ন: পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে করেছিলেন?
উ: ধীরেন্দ্রনাথ দত্ত (২৩ ফেব্রুয়ারি, ১৯৪৮)।
প্রশ্ন: ২১ দফার প্রথম দফা কী ছিল?
উ: বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা।
প্রশ্ন: ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলায় আইন পরিষদের মোট কতটি আসন ছিল?
উ: ৩০৯টি (৯টি মহিলা আসন)।
প্রশ্ন: আওয়ামী লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
উ: মাওলানা আবদুল হামিদ খান ভাসানী।
প্রশ্ন: আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান কী ছিলেন?
উ: যুগ্ম সম্পাদক।
প্রশ্ন: আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় কবে?
উ: ১৯৫৫ সালে।
প্রশ্ন: পাকিস্তানের শাসনতন্ত্র কবে কার্যকর হয়?
উ: ২৩ মার্চ, ১৯৫৬।
প্রশ্ন: বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয় কবে?
উ: ২৩ মার্চ, ১৯৫৬।
প্রশ্ন: কোন নির্বাচনে প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে ফাতেমা জিন্নাহ দাঁড়িয়েছিলেন?
উ: প্রেসিডেন্ট নির্বাচনে, জানুয়ারি ১৯৬৫।
প্রশ্ন: উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে কবে কোথায় 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়?
উ: জানুয়ারি ১৯৪৮ সালে ঢাকায়।
প্রশ্ন: ৫২ এর ভাষা আন্দোলনের সময় তৎকালীন পাকিস্তানের জনসংখ্যার শতকরা কত ভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা?
উ: ৫৬ ভাগ।
প্রশ্ন: ২১ শে ফেব্রুয়ারিকে 'ভাষা দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত কে, কবে নেন?
উ: সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, ৩০ জানুয়ারি, ১৯৫২ সালে।
প্রশ্ন: শেখ মুজিবকে জাতির জনক ঘোষণা করা হয় কোথায়?
উ: পল্টন ময়দানে।
প্রশ্ন: ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে কতটি আসনে জয়ী হয়?
উ: ১৬৭টি (১৬৯টির মধ্যে)।
প্রশ্ন: প্রেসিডেন্ট কবে জাতীয় পরিষদের অধিবেশনের নতুন তারিখ ঘোষণা দেন?
উ: ৬ মার্চ, ১৯৭১।
প্রশ্ন: আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন?
উ: ২৫ মার্চ, ১৯৭১ রাতে।
প্রশ্ন: ঢাকায় মুজিব-ইয়াহিয়া বৈঠক শুরু হয় কবে?
উ: ১৬ মার্চ, ১৯৭১ থেকে ২৫ মার্চ, ১৯৭১ পর্যন্ত (১০দিন)।
প্রশ্ন: ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ কতটি আসন পায়?
উ: ২৮৮টি।
প্রশ্ন: ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল?
উ: ৩১৩টি (১৩টি মহিলা আসন)।
প্রশ্ন: পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উ: ৭ ডিসেম্বর, ১৯৭০ সালে।
প্রশ্ন: কে শেখ মুজিবকে জাতির জনক ঘোষণা করেন?
উ: আ. স. ম. আবদুর রব।
প্রশ্ন: পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দীন কবে, কোথায় ঘোষণা দেন 'উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা'?
উ: ২৬ জানুয়ারি, ১৯৫২ ঢাকায়।
প্রশ্ন: 'উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা' কে, কবে, কোথায় ঘোষণা করেছিল?
উ: মুহম্মদ আলী জিন্নাহ, ২১ মার্চ ১৯৪৮ সালে রেসকোর্স ময়দানে। (কার্জন হলে ২৪ মার্চ ১৯৪৮)।
প্রশ্ন: কত সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট সরকারকে বাতিল করে?
উ: ৩০ মে, ১৯৫৪।
প্রশ্ন: পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কবে বাতিল করা হয়?
উ: ৭ অক্টোবর, ১৯৫৮।
প্রশ্ন: পূর্ব বাংলার নাম কবে পূর্ব পাকিস্তান হয়?
উ: ২৩ মার্চ, ১৯৫৬।
প্রশ্ন: ন্যাশনাল আওয়ামী পার্টি (NAP) কবে গঠিত হয়?
উ: ১৯৫৭ সালে।
প্রশ্ন: শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন কবে?
উ: ১৯৫৩ সালে।
প্রশ্ন: আওয়ামী লীগের প্রথম সেক্রেটারি বা সাধারণ সম্পাদক কে ছিলেন?
উ: সম্পাদক শামসুল হক।
প্রশ্ন: বাংলাদেশ আওয়ামী লীগ কবে প্রতিষ্ঠিত হয়?
উ: ১৯৪৯ সালের ২৩ জুন।
প্রশ্ন: কোন কোন দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?
উ: আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজাম-এ-ইসলাম, বামপন্থী গণতন্ত্রী দল।
প্রশ্ন: ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ববাংলার প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭টি আসনের মধ্যে কয়টি লাভ করে?
উ: ২২৩টি।
প্রশ্ন: যুক্তফ্রন্ট কবে গঠিত হয়?
উ: ৪ ডিসেম্বর, ১৯৫৩ সালে।
প্রশ্ন: কবে পাকিস্তানের গণপরিষদ বাতিল করা হয়?
উ: ১৪ অক্টোবর, ১৯৫৪ সালে।
প্রশ্ন: পূর্ববঙ্গ প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী কে হন?
উ: খাজা নাজিমউদ্দিন।
প্রশ্ন: আইয়ুব খান কেন ও কবে পদত্যাগ করেন?
উ: দেশের রাজনৈতিক সংকটের মুখে ২৫ মার্চ ১৯৬৯ সালে।
প্রশ্ন: পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয় কবে?
উ: ৭ অক্টোবর, ১৯৫৮।
প্রশ্ন: পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উ: লিয়াকত আলী খান।
প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উ: লর্ড মাউন্ট ব্যাটেন।